ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ১৯ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৮ জন জন সহ জেলায় নতুন ২০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪০১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ৩৬৯১ জন ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা.মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
সর্বশেষ জেলায় ৪০১০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭৭৫ জন, আখাউড়া উপজেলায় ২৮৮ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫১৫ জন, সরাইল উপজেলায় ২০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬৫ জন ও কসবা উপজেলায় ৩৭৮ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪০১০ জন আক্রান্তের মধ্যে ৩৬৯১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪২ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৩২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১০ জন রোগী।
আপনার মন্তব্য লিখুন