কিশোরকে মারধর করায় কাউন্সিলর গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল সরকারকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের সঙ্গে বিরোধের জের ধরে এক কিশোরকে মারধর ও বাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কসবা থানার ওসি মো. আলমগীর ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে কসবা উপজেলা সদরের মরাপুকুরপাড় এলাকার একটি মাঠে রাজমিস্ত্রি বজলুর রহমানের ছেলে দ্বীন ইসলাম ফুটবল খেলতে যায়। সেখানে খেলা নিয়ে কাউন্সিলর হেলাল সরকারের ছেলে পিয়াসের সঙ্গে দ্বীন ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে দ্বীন ইসলামকে ধরে এনে মারধর করেন কাউন্সিলর হেলাল। বজলুর রহমানের বাড়িতে কাউন্সিলর হেলালের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় রাতে থানায় মামলা করেন বজলুর রহমান।
আপনার মন্তব্য লিখুন