১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ , ২৯ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সালেহা বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার কসবা স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম উপজেলার কালিকাপুর গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছেন, আজ সকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশনের দক্ষিণ সিগন্যাল পোস্ট অতিক্রম করার সময় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেয় সালেহা বেগম। ঘটনাস্থলে সালেহার মৃত্যু হয়।

দুপুরে দিকে সালেহার মৃত্যুর বিষয়টি কসবার স্টেশন মাস্টার হাবিবুর রহমান রেলওয়ে থানার পুলিশকে নিশ্চিত করেন। পরে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আখাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার হাবিবুর রহমান বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন