ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ , ২৮ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেকা বেগম (৩৫) নামের এক মহিলার করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৫টার দিকে উলচাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মালেকা উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত আব্দুর রহমান।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উলচাপাড়ার আব্দুর রহমানের স্ত্রী মালেকা আজ বৃহস্পতিবার বিকেলে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। ওই সময় বাথরুমে ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হন। মালেকাকে বাথরুমে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে জানতে চাইলে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকা মারা যায়।
তিনি জানান, মহিলাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়। যার কারনে তার মৃত্যু হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মহিলা মারা গেছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা নিহতে লাশ নিয়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
আপনার মন্তব্য লিখুন