সরাইল থানা পুলিশের অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ২৫ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কালিকচ্ছের ঋষি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ, চোলাই মদ তৈরীর সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৪ মে) দুপুর ১টায় সরাইল থানার এস.আই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে উপজেলার কালিকচ্ছ ঋষি বাড়ির মাটির নীচ থেকে মদ তৈরীর সরঞ্জাম, কন্টিনসহ ৯০ শত লিটার মদ উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কস্তরি রবি দাস-(৫০), তার স্ত্রী অঞ্জনা রবি দাস-(৩৫) ও মেয়ে চম্পা রবি দাসক-(১৮)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে,৯০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, সরাইলকে মাদক মুক্ত করতে ও মাদক প্রতিরোধ করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন