রোজিনা ইসলামের মামলার নথি পর্যালোচনা করে আদেশ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ২০ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মামলার নথি পর্যালোচনা করে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক। আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য জানায়।
আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে ইন্টারনেট সমস্যায় কোর্টের কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়। পরে ১২.৫০ মিনিটে রেজিনার জামিন শুনানি শুরু হয়। শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।
প্রসঙ্গত, রোজিনা ইসলাম সোমবার বিকেল পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।
নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়।
মঙ্গলবার সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন