বিশ্বরোড় তান্ডবঃ নাশকতার মামলায় সরাইলে গ্রেফতার তিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ১৯ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড় হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সরাইল থানা পুলিশ সুত্রে জানান,খাটিহাতা হাইওয়ে থানা ভাংচুর, অগ্নিসংযোগ, গাড়ীভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ, বয়ানদাতা নেতৃত্বদানকারী সরাইল থানার মামলা আসামীকে বুধবার( ১৯ মে) মুফতি আব্দুল মাজিদ (৪৩),গ্রাম- মোগলটুলা, শেখ মোঃ নাসির উদ্দিন (৫০),গ্রাম- কুট্টাপাড়া, অপর জন মোঃ জিয়াউর রহমান (৪৭),গ্রাম- নোয়াগাঁও সর্বসাং সরাইল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া তাদেরকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,
পুলিশ জানায়, তাণ্ডব চলাকালে প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম
আপনার মন্তব্য লিখুন