ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষে ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১১ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার ৫শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্কায়ারে পৌর সভার উদ্যোগে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল
মোকতাদির চৌধুরী। এ সময় তিনি বলেন, চলামান করোনা পরিস্থিতিতেও বর্তমান সরকার জনগনের সহযোগিতায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের জনকল্যানমূখী ভাবনার কারণে প্রতিদিনিই বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রদানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য ও আর্থিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। এতে পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম। পরে সংসদ সদস্য পৌর এলাকার ৫শ পরিবারের মাঝে জি. আর ক্যাশ এর আওতায় ৪শ টাকা করে মোট ২ লাখ টাকা প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন