মানবিক সংগঠন “বাউনবাইরার কথা” গরীব ভ্রাম্যমান চা বিক্রেতাকে সরঞ্জামাদি হস্তান্তর।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ৩ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ইং এর সংগৃহীত অনুদান দ্বারা প্রায় ৩০টি পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বাউনবাইরার কতা। এরই ধারাবাহিকতায় একজন গরীব চা বিক্রেতাকে ভ্রাম্যমান চা বিক্রির সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে।
হাদিস মিয়া, পিতা- ইদ্রিস মিয়া, গ্রাম- কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া।সে কাউতলীতে ভাড়া থাকে। সহজসরল হাদিস মিয়া আগে ভারি কাজ করত এখন কোমড়ের সমস্যার কারণে ভাড়ি কাজ করতে পারে না। তাই গত এক বছর যাবত ভ্রাম্যমান চা বিক্রি করে। তার পরিবারে স্ত্রী ও একটি মেয়ে রয়েছে। তার ইনকাম ই একমাত্র স্বম্বল। তার বর্তমান চা বেচার ফ্লাক্সটি নষ্ট হয়ে যাওয়ায় বাউনবাইরার কতার প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ ইং এর অনুদান দ্বারা হাদিস মিয়াকে উন্নত মানের দুটি ফ্লাক্স, ০৫ কেজি চা পাতা, ০৫ কেজি চিনি, বালতি, ওয়ানটাইম ও কাচের চা কাপ দিয়ে পাশে দাড়িয়েছে বাউনবাইরার কতা। আজ তার নিকট হস্তান্তর করা হয়েছে। চা বিক্রির সরঞ্জামাদি পেয়ে তাহার চোখেমুখে আত্মতৃপ্তির প্রতিচ্ছবি। মন ভরে দোয়া করেছে আপনাদের সকলের জন্য যারা এই মহৎ কাজে শরীক হয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এই মানবিক সংগঠনটি আরো এগিয়ে যাক প্রত্যাশা।
জয়তু প্রজেক্ট স্বাবলম্বী-৪- ২০২১ইং
জয়তু বাউনবাইরার কতা। (সংগৃহীত)
আপনার মন্তব্য লিখুন