করোনা আপডেট: ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৯ জন শনাক্ত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ , ১ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১২ জনসহ জেলায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৫৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত ও ৩০৬৬ জন আরোগ্য লাভ করেন।
সর্বশেষ জেলায় ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩২৪ টি রিপোর্টে নতুন করে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১২ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, কসবা উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০১ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন