নাজমুল হাসান নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ফেসইবুকে ভুয়া আইডি পরিচালনার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাজমুল হাসানের পিতা মো.জাহাঙ্গীর আলম।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ভূইশ্বর গ্রামের মো.হৃদয় হাসান প্রকাশ নাজমুল হাসানের নামে অজ্ঞাতনামা ব্যক্তি MD. Najmul Hassan নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে ভুয়া আইডি পরিচালনা করে আসছে। নাজমুলের পিতা মো.জাহাঙ্গীর আলম পিতা সুনদর আলী নিজে হাজির হয়ে গত (২৩মার্চ) সরাইল থানায় জিডি করেন। সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।
ভুয়া ফেসবুক আইডি নিয়ে হরহামেশাই বিভিন্নজনকে ভোগান্তিতে পড়তে হয়। এমন কোনও ভোগান্তিতে যাতে না পড়তে হয়, সেজন্যই ওই জিডি করেছেন মো.নাজমুল হাসানের পিতা মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, কে বা কারা ‘ নাজমুল হাসান’ নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের পরামর্শে মো. জাহাঙ্গীর আলম
থানায় জিডি করেন।
নাজমুল হাসানের পিতার সাথে যোগাযোগ করলে তিনি জানান,এ নিয়ে যাতে কখনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্যই থানায় জিডি করেছি। কারা কাজটি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।’
সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম মো.নাজমুল আহমেদ বলেন, ‘কারা ভুয়া আইডি চালু করেছে, তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
আপনার মন্তব্য লিখুন