১লা এপ্রিল, ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম বন্ধ করে দেয়া হলেও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ , ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার:ভারতের করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারন করায় দেশটির সঙ্গে সীমান্ত
বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে দু’দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে ভারতীয় যাত্রীরা বন্দরে আটক পড়েছে। ফলে তাদের দুর্ভোগ বেড়েছে। আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বন্দর বন্ধের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন নিদের্শনা
পাইনি। তবে সকাল থেকে দু দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু মাত্র পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করছে। আগামী দু’সপ্তাহ পর্যন্ত সীমান্ত বন্ধ থাকলেও এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, সাধারণ মানুষের জন্য বন্দর বন্ধ করে দেয়া হলেও পণ্য পরিবহনের জন্য তা খোলা রয়েছে। আটকে পড়া নাগরিকদের বিশেষ ব্যবস্থায় ফেরার পাশাপাশি কোয়ান্টিনের ব্যবস্থা করা হয়েছে। এ
ছাড়া পণ্যবাহী যানবাহনের চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন