নবীনগরে মরা গরুর মাংস বিক্রীর অভিযোগে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ , ২৬ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
জয় নুরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মরা গরুর পঁচা মাংস বিক্রীর অভিযোগে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রী করার অভিযোগে মাংস বিক্রেতা আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান।
তিনি সে সময় জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে চাপা দিতে বলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অভিযুক্ত আল আমিন কসাই জানান,এই মাংস আমি জিনোদপুর বাজারের মুছা কসাইয়ের কাছ থেকে এনেছেন।
আপনার মন্তব্য লিখুন