১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

হেফাজতের পক্ষে উসকানিমূলক স্ট্যাটাস দেয়ায় দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ , ২৪ এপ্রিল ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে হেফাজত ইসলামের পক্ষে উসকানিমূলক স্ট্যাটাস দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুম্মান সরকার। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কার্যকলাপে লিপ্ত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, চট্রগ্রাম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের সহিংসতার সময় বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা ফেসবুকে হেফাজতে ইসলামের পক্ষে উসকানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে আসলে তাদের দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন