মাগুরাঘোনায় কবিরের নেতৃত্বে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ শহিদুল ইসলাম খুলনাঃ খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনার আরশনগরে সরকারি রাস্তার গাছ কাটা অভিযোগ পাওয়া গেছে তথ্য সংগ্রহে বাধা মুখে পড়তে হয় সাংবাদিকদের।
শুক্রবার এ ঘটনা ঘটেছে। জানাগেছে, গ্রামের মৃত মতিয়ার রহমান মোড়লের ছেলে মোঃ মাসুদ মোড়ল ডুমুরিয়ার সরকারী রাস্তার গাছ বিক্রি করেন। ফলে বন কেটে উজাড় করে প্রকৃতিক পরিবেশের মারত্বক হুমকির মুখে রয়েছে।
ঘটনা স্থালে স্থানীয় মাদ্রাসার এক দপ্তরী কবির হোসেন এলাকার ত্রাস সৃষ্টি কারী ও কতিথ মাস্টার পরিচয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদানের চেষ্টা করেন। তিনি বলেন “আপনারা এখানে কি জন্য এসেছেন’?এ এলাকা আমি নিয়ন্ত্রণ করি আমি, মাষ্টার কবির বলছি,যা পারেন আপনারা তাই করেন? সরকারি গাছ কাটতে সহযোগিতা করেছেন তিনি।
এদিকে সরকারি গাছ কাটার খবর পেয়ে, ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায়, স্থানীয় মাগুরাঘেনা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ হাবিবুর রহমানকে কর্তন কৃত গাছ গুলো জব্দ করার নির্দেশ দেন।
এ প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ বলেন, আগামীকাল রাস্তাটি সার্ভেয়ার দিয়ে পরিমাপ দেওয়া হবে। সে অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন