১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল-অরুয়াাইল সড়কে মানুষের চরম দুর্ভোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল- অরুয়াইল সড়কের চুন্টা ব্রীজ হতে ভূইশ্বর অংশের আড়াই কিলোমিটার ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ হচ্ছে।

কিছু দিন হয় সড়কের উচালায়াপাড়া মোড় হতে পাকশিমুল ইউনিয়ন পযর্ন্ত সংস্কারের কাজ হলে মাঝের আড়াই কিলোমিটার সড়কের কাজ আজ পযর্ন্ত না হওয়াই চরম দূর্ভোগে আছে এলাকাবাসী। গত বন্যায় উজানের পানির ঢেউ এর স্রোতে সড়কের দুই পাশেই ভেঙেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারে নজর দিবে এমন প্রত্যাশায় ভুক্তভোগী এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, চুন্টা ব্রীজ থেকে ভূইশ্বর পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলছে, অটো রিকশা,সিএনজি, মাইক্রোগাড়ি, ভ্যান গাড়ি,ইট ও মাটি বোঝাই ভারী ট্রাক। কিছু স্থানে দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক।
স্থানীয় লোকজন বলছেন, সড়কটি দিয়ে দুই ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। সরাইল উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি হাওড় অঞ্চলের মানুষের। সড়কটির দুরবস্থার কারণে এখন সবাই বিপাকে পড়ছেন।

হোসেন মিয়া’র স্ত্রী আন্না বেগম তার ভাষায় বলেন, কয়েক দিন আগে অটোতে রিকশায় বাড়ি থিক্যা সরাইল যাইতেছিলাম। হঠাৎ তা উল্টিয়া পড়ে। আমিসহ কয়জন ব্যথাও পাইছিলাম। হের পর থিক্যা খুব দরকার না অইলে আর অটোতে উঠি না।’

ব্যবসায়ী আলম বলেন, ‘রাস্তা দিয়্যা গড়ে প্রতিদিন কমপক্ষে হাজারো বিভিন্ন ধরনের গাড়ি চলে। এর মধ্যে খোলার ইটের গাড়ি আর মাটির গাড়ি আছে। দিন-র‌্যাতে ধুলার কারণে দোকান থাকা কষ্ট অয়্যা যায়। মাল মুইছা সারতে পারি না। আমরা খুবই কষ্টে আছি।’

এলজিইডির সরাইল উপজেলা প্রকৌশলী মোছা.নিলুফার ইয়াসমিন (২১ এপ্রিল) দুপুরে বলেন, বর্ষায় বৃষ্টির পানি সড়ক তলিয়ে যায় ফলে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সভায় আলোচনা হয়েছে। কিন্তু কোনো লাভ হয় না। রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন