সম্প্রতি হেফাজতের তাণ্ডব গ্রেপ্তার অভিযান নিয়ে আলোচনায় হেফাজতের নেতারা।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাতে বৈঠক সেরে বেরিয়ে হেফাজত নেতারা কেউ সাংবাদিকদের কিছু বললেন না। কী নিয়ে বৈঠক হয়েছে জানতে চাইলে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি অসুস্থ।’
স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় রাত দশটা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত এ বৈঠক হয়। এতে অংশ নেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ নিয়াজীসহ অন্তত ১০ জন নেতা।
বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবির) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে হেফাজত নেতারা মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর সদরদপ্তরে উর্ধ্বতন এসবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
দেশজুড়ে হেফাজতের শীর্ষ কয়েকজন নেতা গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়ার পর হেফাজতের ঢাকার নেতাদের এ তৎপরতা দেখা গেল। এর আগে আগে রাত সাড়ে আটটায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এক ভিডিওবার্তায় কর্মীদের সাম্প্রতিক সহিংসতায় দুঃখপ্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালে রাত ১০টা ৫০ মিনিটে পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে এসে থামে। প্রথমে হাজী সেলিম গাড়ি থেকে নেমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেন। তার পিছু পিছু একই গাড়ি থেকে আরও কয়েকজন ‘হেফাজত নেতা’ মন্ত্রীর বাসায় প্রবেশ করেন।
আপনার মন্তব্য লিখুন