শ্রদ্ধা ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সিরাজ মাস্টার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) একজন আলোকিত শিক্ষক “শিক্ষকতা একটা সুমহান পেশা। জীবন জীবিকার সন্ধানে মানুষকে কোন না কোন পেশা গ্রহন করতে হয়। সকল পেশার সেরা ও সর্বশ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা। পৃথিবীতে শিক্ষকতার ন্যায় এ সুমহান পেশাটি না থাকলে বিশ্ববাসী উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি তথা আলোর মুখ দেখতো না। পুরো বিশ্ব আন্ধকারে নিমজ্জিত থাকত। শিক্ষকরাই বিশ্ব সভ্যতাকে আলোর মুখ দেখিয়েছেন। শিক্ষকগন সমাজ বিনির্মাণের কারিগর। কোন জাতির ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে, কিসের উপর ভিত্তি করে কোন মতাদর্শের আলোকে গড়ে ওঠবে তা শিক্ষকের উপর নির্ভর করছে।
শিক্ষক,ছাত্র রাজনৈতিক সুশীল সমাজসহ সর্বস্তরের হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শাহী মসজিদে’র পাশে কবরস্থান চির নিদ্রায় শায়িত হলেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ( সিরাজ স্যার)
সরাইল উপজেলার সদর কুট্রা পাড়া গ্রামের কৃতিসন্তান।
মৃত্যুকালে বয়স( ৭৭) তিনি স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। উনার মৃত্যুতে সরাইলে একজন শিক্ষক ও একজন অভিভাবক হারিয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) রমজানের প্রথম দিন বাদ মাগরিব উপজেলার সরাইল অন্নদা মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলার সর্বস্তরের হাজারো মানুষ।
জানাযা পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ঈমাম
মাও. আমান উল্লাহ। জানাযা শেষে উপজেলা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পাশে কবরস্থানে আলোকিত শিক্ষাগুরুকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২ টার সময় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেলে দিকে মরহুমের মরদেহ উপজেলার সদরে বাসভবনে আনে।
আপনার মন্তব্য লিখুন