লকডাউনের শুরুতে টেকনাফ বাজার জনশূণ্য।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আকাইদ মামুন: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টেকনাফসহ রাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।৷ আট দিনের লকডাউনের প্রথম দিন ভোর থেকে টেকনাফ বাজারের সকল প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষও ঘর থেকে বের হচ্ছেন না।
ফলে নগরীর রাস্তা যান ও প্রায় জনশূণ্য রয়েছে।
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অতি প্রয়োজনে যারা মোটরসাইকেল, রিকশা বা সিএনজি অটোরিকশায় বের হচ্ছেন তারা পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাচ্ছে পুলিশ। প্রয়োজন ছাড়া কেউ বের হয়েছেন মনে করলে পুলিশ যানবাহন থেকে নামিয়ে দিচ্ছে যাত্রী। সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
লকডাউন চলাকালে আর রাস্তায় বের হবেন না এমন শর্তে ঘণ্টাখানেক পর গাড়ির চাবি ফিরে পান অনেকে ।
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বল্প সংখ্যক মোটরসাইকেল চলাচল করছে। বেশিরভাগ মোটরসাইকেল লকডাউনের আওতামুক্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের। এছাড়া অনলাইনে পুলিশের মুভমেন্ট পাস নিয়েও কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন।
লকডাউনের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি ছাড়া বাকি সবধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসিতেও ক্রেতাদের ভিড় নেই।
আপনার মন্তব্য লিখুন