১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

টেকনাফে বিজিবি’র অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধার।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আকাইদ মামুন:গোপন সংবাদের খবর পেয়ে টেকনাফ(বিজিবি)২এর অভিযানে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।

১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে লেদা খাল সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫/৬জন ব্যক্তি ৪টি ব্যাগ কাঁধে নিয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ রেখে প্রাণ রক্ষার্থে অন্ধকারের সুযোগে লেদা খাল দিয়ে পালিয়ে যায়।

দূবৃর্ত্তদের আটকের জন্য ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কাউকে আটক করা যায়নি। পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগ ৪টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২কোটি মূল্যমানের ৪লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান,জব্দকৃত এই মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন