১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

খুলনার ডুমুরিয়া উপজেলায় কঠোর-ভাবে লকডাউন পালিত হচ্ছে।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

খুলনা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম। খুলনার ডুমুরিয়া উপজেলায় দ্বিতীয় ঢেউয়ে ১৩ দফা বাস্তবায়নে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে ডুমুরিয়া উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলামের নেতৃত্বে চুকনগর শহরের বাসষ্টান্ড ও আঠারো মাইল বাজার সহ ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়।

সেই সাথে অপ্রয়োজনে বাইরে না আসার নির্দেশ দিয়ে সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলা ও লকডাউনের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। অতি প্রয়োজন হলে প্রশাসনের কাছ থেকে পাস নিয়ে বের হতে হবে বলা হয়। পাস নিতে অনলাইন সেবাও পাবে এ সম্পর্কে জানানো হয়।

এ সময় চুকনগর টু খুলনা,সাতক্ষীরা,যশোর মহাসড়কে কনো প্রকার জান চলাচল না করলেও জরুরী প্রয়োজনে চলে ভ‍্যান, ইজিবাইক, মাহিন্দ্রা ঔষধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স,পণ্যবাহী জানসমূহ।

যতাযত স্বাস্থ্যবিধি মেনে খোলা ছিলো ঔষধের দোকান , হোটেল রেস্তেরাঁ সহ জরুরী দোকান পাঠ। কিন্তু একটু ভিন্ন চিএ ছিলো মাছ বাজারে, কাচা বাজারে। বেশিরভাগ দোকানদারা ছিলো মাস্ক পরার ব‍্যাপারে উদাসীন।

এই বিষয়ে সবজি বিক্রিতা ১ জনকে জানতে চাইলে নাম না বলার সর্তে বলেন সারা দিন মাস্ক পরা যায় না মনে হয় দম বন্ধ হয়ে আসছে।

একজন ভ‍্যান চালককের নিকট জানতে চাইলে বলেন লকডাউন কি করে মানি ঘরে থাকবো কি ভাবে ? প্রতিদিন ৩ কেজি চাউল লাগে তার পর অন‍্য বাজার , ৩টা সমিতির কিস্তি আছে যা দিয়ে এই ভ‍্যান কিনেছি , তা ছাড়া ছেলে মেয়েদের টুকটাক খাবার কি করবো বলেন আমাদের তো বসে থাকলে চলছে না হাতের উপর সংসার ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন