১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

যারা জ্বালাও পোড়াও করেছে, সে শক্তি এখনও সক্রিয় আছে–রেল মন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টারঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০১৩, ১৪ সালে যারা জ্বালাও পোড়াও
করেছে, সে শক্তি এখনও সক্রিয় আছে। এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। তিনি সোমবার দুপুরে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। ক্ষতিগ্রস্ত রেল স্টেশন সহ সবকিছু ঠিকঠাক করতে কিছুটা সময়ের ৫/৬ মাস সময়ের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান। পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্থ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিবসহ ঊধ্বতর্ন কমর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন