১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আলোর দিশারী শিকারপুর এর ইফতার সামগ্রী বিতরণ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ কসবার শিকারপুর গ্রামে আলোর দিশারী সংগঠনের পক্ষ থেকে এলাকার ১৬০ দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল শিকারপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলোর দিশারী সংগঠনের সভাপতি আলাউদ্দিন ভূইয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মো ইব্রাহিম খান সাদাত। শিকারপুর আলোর দিশারীর প্রধান উপদেষ্টা মেজর মোঃ নাসির উদ্দিন খান।

ইফতার সামগ্রীতে ছিল এক কেজি খেজুর, দুই কেজি ছোলা,দুই কেজি মুড়ি, দুই কেজি ডাল, দুই কেজি সয়াবিন তেল,এক কেজি লবণ, পাঁশ কেজি আলু চার কেজি পেয়াজ, এক কেজি লবণ এবং নগদ পাঁচ শত টাকা।

সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়ার সঞ্চালনায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

রিয়াজ উদ্দিন জামি তার বক্তব্যে বলেন ইসলামের সৌন্দর্য হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা। সমাজের সকল মানুষকে সম অধিকার নিশ্চিত করার তাগিদ ইসলাম দিয়েছে। রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীকে ইফতার সামগ্রী বিতরণ করে আলোর দিশারী সংগঠনের সদস্যগণ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য শিকারপুর গ্রামের যুব সমাজ এবং উক্ত গ্রামের কয়েকজন প্রবাসী যুবকের উদ্যোগে গত ০১ জানুয়ারী ২০২১ ইংরেজি তারিখে আলোর দিশারী নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এই সংগঠনটি সমাজের তথা সার্বিক গ্রামের বিভিন্ন কল্যান মুলক কাজ করে আসছে। দারিদ্র ব্যক্তিকে নগদ অর্থ দান, অভাবগ্রস্থ কন্যার বিবাহে সহযোগীতা সহ অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহযোগীতা করে আসছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন