১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় ইলেকট্রিশিয়ান নিহত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী গাড়িচাপায় রুহুল আমিন(৩৩) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) রাত পৌনে ১২ টার দিকে সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। সে পেশায় একজন এলেকট্রিশিয়ান ছিলেন। রুহুল আমিন মানসিক ও শারিরীক ভাবে অসুস্থও ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রুহুল আমিন বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে রুহুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে পুলিশকে জানান।

এব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করেন এবং নিহতের পরিবারের লোকদের কোন অভিযোগ ছিল না বলে, তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন