১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পাল্টে যাচ্ছে ঐতিহ্যবাহী সরাইলে’র অন্নদা মোড়ে’র চিত্র!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ৯ এপ্রিল ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পাল্টে যাচ্ছে সরাইলে ঐতিহ্যবাহী অন্নদা মোড়ের সড়ক যোগাযোগের চিত্র। এদিকে দাবি উঠেছে ঐতিহ্যবাহী সরাইল অন্নদা মোড়ের নতুন করে নামকরণের।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল -অরুয়াই সড়কের অন্নদা মোড়ের উন্নীতকরণে কাজ চলছে।সরাইল উপজেলার দীর্ঘদিনের সড়কে বৃষ্টির পানি জমে থাকাই ও যানজটে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। এখন অন্নদা মোড়ের উন্নয়নে পাল্টে যাচ্ছে যোগাযোগের চিত্র। একযোগে সড়কের ও ড্রেনের উন্নীতকরণে কাজ করছে সরাইল উপজেলা এলজিইডি।এছাড়া সড়কে পানি নিষ্কাশনের জন্য উন্নয়নে আরও কিছু প্রকল্পের কাজ চলছে। এসব কাজ শেষ হলে পাল্টে যাবে উপজেলার প্রবেশ সড়কের যোগাযোগের চিত্রই। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে,উপজেলা অন্নদার মোড়- উপজেলা কমপ্লেক্স রোড়-টিঘর- সরাইল প্রাতঃ বাজার ঢালাই রাস্তার নির্মাণ প্রকল্পের কাজ চলমান। ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় সরাইল অন্নদার মোড়সহ টিঘর প্রাতঃ বাজার পূর্ব-পশ্চিম অংশ নির্মাণ কাজ চলমান। প্রকল্প (নন – মিউনিসিপাল) ৪৬ লাখ টাকা ব্যয়ে বতর্মানে প্রকল্পটির আওতায় বিভিন্ন ড্রেন নির্মাণ কাজ চলছে। প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সরাইল উপজেলা এ উন্নয়নে পাল্টে যাচ্ছে যোগাযোগের চিত্র। এদিকে দীর্ঘদিন ধরে সরাইল আইন-শৃঙ্খলা সভায় আলোচনায় ছিল উপজেলার প্রবেশ পথে যানজট এবং পানি নিষ্কাশনের বিষয় ও সরাইল অন্নদা সিএনজি স্ট্যান্ড উচ্ছেদের বিষয়ে অনেকে আলোচনা করেছেন। অবশেষে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দেখা যায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় সামনের মোড়ের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের নেতৃত্ব দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।ফলে এখানে জনদূর্ভোগ লাঘবে যানজট নিরসনের পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে পথচারীরা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে অন্নদা মোড় সি এনজি স্ট্যান্ডের সভাপতি মিস্টার আলী বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তার কাজের জন্য ষ্ট্যান্ডের ঘরটি সরিয়েছি। তারা আমদেরকে আশ্বাস দিয়েছেন এখানে ছোট্ট করে ঘর তোলা হবে এবং সি এন জি স্ট্যান্ড এখানেই থাকবে বলে দাবী করেছেন সভাপতি মো. মিস্টার আলী। সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম (শেলভী) বলেন, দীর্ঘদিন পরে হলেও জনস্বার্থে সি এন জি স্ট্যান্ডের জায়গা তারা ছেড়ে দিয়েছে। এ মোড়ের রাস্তাটি এখন অনেক বড় হয়েছে এবং কাজ করতেছে বলে তিনি বলেন, সরাইলের ঐতিহ্যবাহী অন্নদা মোড় নামে পরিচিত এ মোড়ে’র নতুন করে শহীদ ইকবাল আজাদ চত্বর নামকরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান উপজেলা যুবলীগের এ নেতা।
সরাইল অন্নদা মোড়কে নতুন করে মুক্তিযুদ্ধের স্মৃতি চত্বর নামকরণের দাবি করে সাবেক সরাইল উপজেলা যুবলীগের আহবায়ক মো. মাহফুজ আলী বলেন,
বিগত বছর যাবত উপজেলা আইনশৃংখলা সভায় সদরের এই স্থানের সড়কের ওপর থেকে সিএনজি অটোরিকশা ষ্ট্যান্ড উচ্ছেদের কথা বলে আসলে ও তারা বাস্তবায়ন করতে পারেনি। এখানে নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হতো। সড়কের ওপর সিএনজি ষ্ট্যান্ডের অফিস ঘর থাকায় এখানে একটু বৃষ্টি হলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। এতে মানুষের নানা দূর্ভোগ পোহাতে হয়েছে। আজ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরাইল সার্কেল, সরাইল থানা ওসির উপস্থিতে আমিসহ সড়কের ওপর থেকে এই সিএনজি স্ট্যান্ডেন উচ্ছেদ কাজের বাস্তবায়ন করেছি । এখন প্রিয় সরাইলবাসী দেখুক এখানে রাস্তা কতো বড় হয়েছে ও উন্নতমানের কাজ হচ্ছে।
এ ব্যপারে সরাইল উপজেলা চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর সাংবাদিকদে’র জানান , এখানে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডটি সরিয়ে ফেলায় এই মোড়ে রাস্তাসহ বিশাল জায়গা খোলামেলা হয়েছে। এই মোড়ে একটি স্বাধীনতা চত্বর নির্মাণ করা হবে। সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে তাদের (পরিবহন শ্রমিক) পছন্দমতো জায়গায়। এ সময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন, এখানে যারা সিএনজি অটোরিকশা চালান তারা আমাদেরই ভাই-ভাতিজা-ভাগিনা; তাদের সুবিধা-অসুবিধা আমরা অবশ্যই দেখবো। কিন্তু এখানে রাস্তার ওপর আর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করতে দেওয়া হবে না। এখানকার অন্যান্য অবৈধ স্থাপনা শীঘ্রই উচ্ছেদ করা হবে। ইউএনও এবং এসিল্যান্ড মহোদয়দের সঙ্গে আমার কথা হয়েছে।
উল্লেখ্য তাকে যে,ঐতিহ্যবাহী সরাইল অন্নদা মোড়ে দীর্ঘ যানজট ও বৃষ্টির পানি নিষ্কাশন না হোয়াই মানুষের যে দুর্ভোগ হতো আজ থেকে এ দুর্ভোগের অবসান হবে এমন আশা করে এলাকাবাসী ও পথচারীরা বলেন, “এতোদিনে একটি ভালো কাজ হয়েছে” বলে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলকে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন