মাদক অধিদফতর ৪০ কেজি গাঁজা সহ ২জনকে আটক করেছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
অদ্য ০৭/০৪/২০২১ ইং তারিখ ভোর রাত হতে সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আশুগঞ্জ থানাধীন আশুগঞ্জ টোল প্লাজাস্থ পুলিশ ফাঁড়ির সামনে উত্তর পাশের্^ ঢাকা সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী একটি পিকাপ তল্লাশি করে পিকাপের পিছনে রক্ষিত মুরগি বহন করার লোহার খাঁচার ভিতর হতে ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ ১। মোঃ রাজু মিয়া(২৪) গ্রেফতার, পিতা-মো: হযরত আলী, মাতা- ফরিদা বেগম, সাং- লক্ষীপুর (ভূইয়া বাড়ী), থানা- রায়পুড়া, জেলানরসংদী ২। মো: পান্থ (২১) গ্রেফতার, পিতা- মো: কাজল মিয়া, মাতা- রাশেদা বেগম, সাংলক্ষীপুর কান্দার হাটি (মুর্শেদ মেম্বারের বাড়ীর সাথে), থানা- রায়পুড়া, জেলা- নরসংদীকে গ্রেফতার করেন এবং ১। সাগর দেবনাথ(২২) পলাতক, পিতা- মৃত রঞ্জিত দেবনাথ, সাংলক্ষীপুর কান্দার হাটি, থানা- রায়পুড়া, জেলা- নরসংদী ২। মো: রুবেল মিয়া(৩০) পলাতক, পিতা- মো: নান্নু মিয়া, সাং- গোকুলনগর, থানা- বেলাব, জেলা- নরসিংদী ও ৩। মো: জাকির
(পলাতক), পিতা- মৃত নূরু মিয়া, সাং- নোয়াপাড়া দক্ষিণ আটি, রেললাইনের উত্তর পাশের্^, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পলাতক রয়েছেন। উল্লিখিত ০৫(পাঁচ) জন আসামীদের বিরুদ্ধে পরিদর্শক, জনাব বেলায়েত হোসেন বাদী হয়ে আশুগঞ্জ থানায় মা
আপনার মন্তব্য লিখুন