১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পাকশিমুল গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে যুবক খুন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) কখনো গোষ্ঠীগত কখনো এলাকার আধিপত্য বিস্তার নিয়ে। দাঙ্গায় লিপ্ত হয়ে এলাকায় বিরাজ করে অশান্তি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাকশিমুল ইউনিয়নে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবকের নিহতের খবর পাওয়া গেছে । নিহতের নাম দেলোয়ার হোসেন (২০)।
বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক দেলোয়ারের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের প্রবাসী হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পাকশিমুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওরফে কাছম আলী এই দু’জনের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত। তাদের দু’জনের বাড়ি পাকশিমুল গ্রামে।
বুধবার সন্ধ্যায় পাকশিমুল গ্রামে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষের ছায়েদুল হক বদু নামে এক ব্যক্তির সঙ্গে সাবেক চেয়ারম্যান কাছম আলীর ছেলে মোজাম্মেল মিয়ার তুচ্ছ ঘটনায় প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এসময় দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত দেলোয়ারকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে রাত সাড়ে ১১টায় দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে একপক্ষ অপরপক্ষের ঘরবাড়িতে ভাংচুর চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ফের মারামারি শুরু হয়। পরে রাত অনুমান ১২টার দিকে পুলিশ এসে দু’পক্ষের লোকদের শান্ত করে। এসময় চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
সরাইল সার্কেল-এর এ এসপি মো. আনিছুর রহমান বলেন, সরাইল উপজেলার তুচ্ছ ঘটনায় পাকশিমুল গ্রামে দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। যতটুকু জানা গেছে তাদের মধ্যে পূর্ব থেকে গোষ্ঠীগত বিরোধ রয়েছে। রাতে কিছু ভাংচুর হয়েছে; চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন