১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে করোনা মোকাবেলায়১৮দফা নির্দেশনা কার্যকরে যা বললেন ,ইউএনও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ৫ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) হঠাৎ করে দেশে করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে সরকার সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা জানালেন সরাইল উপজেলা নির্বাহী মো.আরিফুল হক মৃদুল।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে যাবেন না, সরকারের স্বাস্থ্যবিধিওকরোনা ভাইরাসের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বললেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।

রোববার ৪ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসারে’র নিজ কার্যালয়ে ইউএনও মো. আরিফুল হক মৃদুল সাংবাদিকদের’কে সরকারের নির্দেশনা গুলো জানান।তিনি বলেন, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। কোথাও সরকারি নির্দেশনার ব্যতয় ঘটলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, আমরা প্রতিদিনই মানুষকে সচেতন করছি, প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। মানুষ সচেতন হলে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাই সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ছেন সরাইল উপজেলা নির্বাহী মো.আরিফুল হক মৃদুল।।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন