১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আকাইদ মামুন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া এই রুটে জাহাজগুলোর চলাচলের অনুমতি শেষ।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘করোনা প্রার্দুভাব এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া দ্বীপে সকাল থেকে পর্যটক স্পটগুলোর ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদি দ্বীপে কোনো পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে আমরা সহতায় করব।’
তিনি আরও বলেন, ‘যে-কয়েকদিন করোনার প্রভাব থাকবে, ততদিন এই রুটের পর্যটবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশপাশি প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৮ দফা নির্দশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।’

জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের কোন জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছে তাদের ফেরত আনা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন