১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

চির স্মরনীয় হয়ে থাকবে ডা. আনাস সরাইলে’র মানুষের কাছে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্হ্যও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আনাস ইবনে মালেক এর বিদায় বেলা বিদায়ের বেদনায় কাতর হৃদয়ের স্পন্দনে বেজে ওঠেছে বেহালার করুন সুর। মৃদু বাতাসে মিশে সুর দিচ্ছে বিদায়ী আত্মকান্না। সরাইলের মানুষকে কাঁদিয়ে গেলেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মানবিক চিকিৎসক ডা. আনাস ইবনে মালেক। বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে বড়া,বিদায়ের বেদনা যে কত কষ্টের, সেটা যে দেয় আর যে নেয়, তারা একমাত্র বুঝে। তাই গানের সুরে গেয়েছেন, বিদায় দিতে চাইনি ওগো, তবুও দিতে হয়,এই দুনিয়ার নিয়ম ওগো,কেউ তো কারো নয়। গানের সূর এখন সরাইল এলাকার মানুষের মুখে মুখে। প্রতিটি মানুষের দুইটি দিক আছে। একটি ভাল আর একটি মন্দ। ডা. আনাস ইবনে মালকের ভাল দিকটা সরাইলের মানুষে’র কাছে ফুটে উঠেছে। তারই বাস্তবতা দেখা গেছে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিদায় জানাতে এমন ভালো হৃদয়ের মানুষ কর্ম দিয়ে প্রমান করেছে মানুষের ভালবাসা মানবিকতার দৃষ্টান্ত। তাকে বিদায় দেওয়ার সময়। কেউই চোখে পানি ধরে রাখতে পারেনি। ডাক্তার আসবে আবার বদলী হবে, এটাই রীতি কিন্তু আনাসের অভাব কেউ পুরন করতে পারবে বলে মনে করছেনা এখানকার মানুষ।একদিন সবাইকে বিদায় নিতে হবে।সরাইল উপজেলার সবার মুখে শুধু একটাই কথা আনাস ইবনে মালেক ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন একদিকে যেমন নম্র-ভদ্র ঠিক তেমনি ছিলেন মানবিক চিকিৎসক। তিনি যুগ যুগান্তর ধরে সরাইলের মানুষের অন্তরে চির স্মরনীয় হয়ে থাকবেন। সরাইল হাসপাতালের শুরু থেকে এমন দায়িত্ববান ডাক্তার এই স্বাস্হ্য কমপ্লেক্স আর একজনও এসেছে বলে কারো মনে পরেনা।তিনি এখানে আসার পর থেকে রোগী বিনা চিকিৎসায় বা কষ্ট পেয়ে চলে যেতে দেখা যায়নি। তার কথা শুনে বা সুচিকিৎসা অনেক রোগী নিরাময় যেমন হয়েছে, ব্যবহারে হয়েছেন মগ্ন। তার মানবিকতা ও গুনের কথা কাগজে কলমে লিখে শেষ করা যাবে না। ৩১ মার্চ বুধবার রাত আটার দিকে সরাইল সদর উচালিয়াপাড়া মোড় শপার্স গ্যালারিতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ডা. আনাস ইবনে মালেকে’র বিদায় সংর্বধনায় প্রধান অতিথির বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, সরাইলের জনগনকে রাত- দিন পাশে থেকে রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন
সেই ক্ষেত্রে ডাক্তার আনাসের অবদান অনেক। একজন চিকিৎসক তার চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করতে পারে,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির বিদায় সংবর্ধনা এর প্রমাণ। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র সংগঠনের সভাপতি মো. নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া. সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো.আনিছুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিনে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ- সভাপতি মো. আরিফুল ইসলাম সুমন, সহ- সভাপতি মো. রাকিবুর রহমান রকিব, সদস্য সুদীপ দত্ত তনু, সোহেল, জাবের ও ইরফান।তিনি যেখানে থাকুক সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখে এমন প্রত্যাশা সরাইল উপজেলা বাসির।
এদিকে বাদ মাগরিব সরাইল অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনও তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদায় মুহূর্তটা ছিল হৃদয় ফাটা কান্না, মুখে হাসি, চোখে পানি ঝরা !!

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন