ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ: আহত ৫।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে মোবাইল বেচাকেনা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার( ৩১ মার্চ) বিকেলে জেলা শহরের ভাদুঘর টিএনটি পাড়া এ ঘটনা ঘটে।
এক পক্ষের আহতরা হলেন, ভাদুঘর টিএনটি পাড়ার সাত্তার মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৩১) ও তার ভাই জাকির হোসনে(২৯)।
অন্য পক্ষের আহতরা হলেন টিএনটি পাড়ার আবন আলীর ছেলে দিপু(২৫), তার ভাই অপু(২৬) ও তার বড়বোন পলি আক্তার(৩০)।
জাকিরের স্ত্রী লাকী আক্তার জানান, গতকাল তার স্বামী জাকির হোসেন একই এলাকার আবু মিয়ার ছেলে দিপুর কাছ থেকে ৬হাজার টাকায় একটি একটি স্মার্ট ফোন কিনেন। পরে এই মোবাইলটি চুরির মোবাইল হওয়ায় মোবাইলটি দিপুর কাছে ফেরত দিতে গিয়ে তাদের সাথে ঝগড়া শুরু হয়।
দিপুর বাবা আবন আলী তাদের বিরুদ্ধে হামলার অভিযোগটি মিথ্যে বলে জানান, জাকির হোসেন একজন মাদক ব্যবসায়ী। তাকে মাদক ব্যবসায় বাঁধা প্রদানের কারনে তারা ভাদুঘর বাসস্ট্যান্ড পাশে তার ছেলে মেয়ের ওপর হামলা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম জানান, ভাদুঘর দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে কিনা সঠিক তথ্য নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন পক্ষ থেকেই এখনো কোন ধরনের অভিযোগ পায়নি।
আপনার মন্তব্য লিখুন