ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী স্বাধীনতার পরাজিত শত্রুরাই এই ঘটনা ঘটিয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.নিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টারঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী এ,কে,এম খালিদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় যে ধ্বংসযজ্ঞ
চালানো হয়েছে তা বিশ্বাস করা যায়না। ৭১ আর এখনকার ধ্বংসযজ্ঞ একই চরিত্রের। স্বাধীনতার পরাজিত শত্রুরাই এটি করেছে।
তিনি আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ শিল্পকলা একাডেমী ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছি দ্রুত পুঃননির্মানের কাজ শুরু হবে পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পরিদর্শনকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমী ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সরকারি দপ্তর ভাংচুর শেষে অগ্নিসংযোগ করা হয়।
আপনার মন্তব্য লিখুন