১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনায় ৭টি মামলা দায়ের।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এপর্যন্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে। আরো কিছু মামলার প্রস্তুতি চলছে। হামলা ও ভাংচুরের
ঘটনায় গত ২৭ মার্চ পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত সাড়ে ৬ হাজারকে আসামী করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গত ২৮ মার্চ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার খন্দকার এহসান হাবীব।

আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির কর্মকর্তা শাহাদাত হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে ১টি মামলা দায়ের করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিম জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত সদর থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোলপ্লাজা ও টোলপ্লাজায় হামলার ঘটনায় এক কর্মচারী বাদী হয়ে ২৯ মার্চ ১টি মামলা করে। টোলপ্লাজা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এসআই শিবাস চন্দ্র বাদী হয়ে ২৯ মার্চ ঘটনায় আশুগঞ্জ থানায় ১টি মামলা করেন। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন