১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি স্থগিত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলপথ বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি স্থগিত রয়েছে।

রোববার (২৮ মার্চ) রাত থেকে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, রোববার সকালে হেফাজতে ইসলামের ডাকা হরতাল সমর্থনে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেন সোনার বাংলায় হামলা চালানো হয়। এতে রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, শুক্রবার (২৬ মার্চ) বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায়। এ সময় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় কন্ট্রোল প্যানেল, টিকিট কাউন্টার, বুকিং কাউন্টারসহ যাবতীয় আসবাবপত্র। রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার বিকেল থেকে সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার সোয়েব আহমেদ ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি স্থগিত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন