১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :রবিবারের ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় অনেকটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। শহরের মানুষের উপস্থিতিও অনেকটা বেড়েছে। ক্ষতিগ্রস্থ স্থানগুলো দেখতে অনেকেই ভীড় করছেন সেখানে। সোমবার সকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ
স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত
ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিগঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া একটি মন্দিরের প্রতিমাও ভাংচুর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন