নরেন্দ্র মোদী সহিংসতায় ব্রাহ্মনবাড়িয়া ৫ জন নিহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) বিকেলে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে মাদ্রাসার ছাত্ররা কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা থেকে সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর কবরস্থান পর্যন্ত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে তারা রাস্তার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। সেসময় টিয়ার শেল নিক্ষেপ ও এক পর্যায়ে গুলিও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন তারা।
সন্ধ্যা ৭টার দিকে জুর আলম (৩৫), বাদল মিয়া (৪০) বাছির মিয়া (২৮), সাদেক মিয়া (৩৫), রুহুল আমীন (৩৫) ও সুজন মিয়াসহ (২২) কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন