১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

হরতাল–ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকেই হেফাজতের নেতাকর্মীরা,

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালন করতে খুব সকাল থেকেই রাজপথে নেমেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা এখনো শহর শহরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে আগুন জ্বালিয়ে হরতাল পালন করে যাচ্ছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে তারা। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট-খাঁটিহাতা বিশ্বরোডসহ শহরের বিভিন্ন পয়েন্টে মাদ্রাসা ছাত্রদের হরতাল পালন করতে দেখা গেছে।

জেলার সদর উপজেলার অরশিউড়া বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পৌরশহরের পিরবাড়ি পুলিশ লাইনের সামনে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সদর উপজেলার ননদনপুর, ঘাটুরা, সুহিলপুর, কাউতুলি, ভাদুঘরের বিভিন্ন পয়েন্টে গণপরিবহন চলতে দেখা দেখা যায়নি।

এদিকে, হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন