সরাইলে প্রশিক্ষিত ৩০ জন জেলে পেল সেলাই মেশিন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৩০ জন জেলে সেলাই মেশিন।বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে( এ আই জি এ)সরাইলে তিনদিনের প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল এগারোটায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ৩০ জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন বিতরণ অনুষ্ঠানের সভাপতি সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল ও অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শুভ্র সরকার,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. জসিম উদ্দিন, মো. আশিক, বিমল কুমার দাসপ্রমুখ।
আপনার মন্তব্য লিখুন