সরাইলে জাতীয় গণহত্যা দিবস পালিত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা।গণহত্যা দিবস উপলক্ষে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই কালরাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার বীর বাঙালীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টায় সরাইল প্রশাসনের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন মাধ্যমে দিবস পালন করেন, এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খাঁন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. জয়নাল উদ্দিন জয়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার উপ-সহকারী প্রকৌশলী মো.সালাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মো. মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আবু কাউছার ঠাকুর(রুবেল)সদর ইউপি সচিব মো. মাহবুবুল ইসলাম( জুয়েল ঠাকুর ) যুবলীগ নেতা মো. বিলাল হোসেন,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাফিজুর রহমান সিজার,দিপালীসহ উপজেলা অফিসের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন