১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পুলিশের করোনা সচেতনতামূলক শোভাযাত্রা।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস রোধে বিশেষ উদ্বুদ্ধ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে শতাধিক মানুষকে নিয়ে হাইওয়ে থানা থেকে সচেতনতামূলক এ শোভাযাত্রা বের করা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় প্রদক্ষিণ করে।

তবে মহাসড়কের ওপর হাইওয়ে পুলিশের শোভাযাত্রায় খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় ব্যাপক যানজটের অভিযোগ ওঠে। একইসঙ্গে করোনা মহামারি ঊর্ধ্বমুখী হওয়ার এ সময়ে জনসমাগম করে সচেতনতামূলক কর্মসূচিতে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শোভাযাত্রার ফলে যানজটে আটকে পড়া মহিবুল ইসলাম নামের এক বাসযাত্রী বলেন, এমনিতেই ঢাকা থেকে বের হওয়ার সময় যানজটের মুখোমুখি হয়েছি। এখন খোদ পুলিশই যান চলাচল বিঘ্নিত করছে। আর এ সময় এমন জনসমাগম করে করোনা থেকে রক্ষায় প্রচারণা এক প্রকার তামাশা বলা যায়।

তবে ভিন্ন কথা জানালেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা করোনা মহামারি থেকে রক্ষায় সচেতনতা চালিয়েছি। এ সময় সড়কের পাশে আমরা শোভাযাত্রা করেছি। ফলে কোনো যানজট সৃষ্টি হয়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন