১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সভাপতি মোঃ আরজু, সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এইচ, এম সিরাজ, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।

এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা ২৫শে মার্চের কাল রাত্রের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করতে সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন