১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কোমলমতিদের পাশে অনন্য অনুভূতিতে…….

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

এইচ এম সিরাজ// শিশুরা নিষ্পাপ-নিষ্কলঙ্ক। কোমলমতি শিশুদের পাশে মিলে অপার প্রশান্তি, যা অবর্ণনীয়ও বটে।

‘আনন্দে সারাদিন’ এই স্লোগানটিকে ধারণ করেই প্রিয় সংগঠন ব্রাহ্মনবাড়িয়া প্রেস ক্লাব “আনন্দ ভ্রমণ সুহৃদ সম্মিলন-২০২১” এর আয়োজন করে। নরসিংদী’র ড্রিম হলিডে পার্কে ২৩ মার্চ’২১ মঙ্গলবার পুরো দিনটিই কেটেছে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে।

আনন্দ ভ্রমণ ও সুহৃ সম্মিলনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় একটি অনন্যরূপ পর্ব ছিলো নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এবং কোমলমতি শিশুদের নিয়ে ফটোসেশনের। সে এক অনন্যরকমের অনুভূতি। অত্যন্ত মনোমুগ্ধ-প্রশান্তিকর মুহূর্তটিকে স্মৃতিতে চির ভাস্বর করে রাখলাম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন