১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সাংবাদিকদে’র লেখায় ডাক্তার’রা উৎসাহ পাবে- এমপি শিউলি আজাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া -৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ভাল লেখনীর মাধ্যমে জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে সেবা দিতেছে, তাদের এই দিকগুলো নিয়ে আপনারা লেখেন।

শুধু ডাক্তার নয় প্রত্যেকটা মানুষের ভালো, দিকগুলো নিয়ে লিখলে তারা ভাল কাজে আরো উৎসাহ পাবে। সরাইলের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে তিনি আরও বলেন, করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা প্রদানে ডাক্তাররা রাত-দিন কাজ করেছেন।মঙ্গলবার (২৩ মার্চ) সকাল এগারোটা মা-মনির সহযোগিতায় সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মপরিকল্পনা প্রণয়ন সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মো. নোমান মিয়ার সভাপতিত্বে,ডা. আনাস ইবনে মালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, গাইনী বিশেষজ্ঞ ডা. মারিয়া পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া।

এ সময় এমপি শিউলি আজাদ বক্তব্যকালে তিনি সরাইল হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা বলতে গিয়ে, তিনি বলেন, আপনারা আমাকে লিখিতভাবে জানাবেন, সমস্যা সমাধান করতে আমি সাধ্যমত চেষ্টা করব। এসময় তিনি বলেন, সরকার -বেসরকারি সমন্বিত নানামূখী পরিকল্পনা ও উদ্যোগে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু অনেক কমে গেছে ।সরকার সীমিত সম্পদের মধ্য থেকেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে সফলতা অর্জিত হয়েছে চোখে পড়ার মতো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন