১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে মাও নবজাতকের স্বাস্হ্যসেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্হাসেবা প্রতিষ্ঠান সমুহের সেবাদান প্রস্তুতি, জনগণ কমিউনিটি ও স্হানীয় সরকারের সম্পৃক্ততা বৃদ্ধি, মা ও নবজাতকের স্বাস্হ্যসেবার মান উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল এগারোটা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে মা-মনির সহযোগিতায় উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ ) এমপি। ডা. আনাস ইবনে মালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, গাইনী বিশেষজ্ঞ ডা. মারিয়া পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডা, শুভ দেবনাথ, মা-মনির জেলা অফিসার মো. ফিরোজ করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, এসময় আরো বক্তব্য রাখেন,মো. শফিকুর রহমান কানু, ডা. মাহবুবুর রহমান বকুল,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. শরাফত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, যুবলীগ নেতা কাজী আমিরুল ইসলাম শেলভী, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সানাউল্লাহ গিয়াসউদ্দিন সেলু প্রমুখ। রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও কর্মকর্তা, গণমাধ্যমকর্মি ও উপজেলার সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন