ব্রাহ্মণবাড়িয়া পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত।। আহত ১৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলী কাউতলী, মধ্যপাড়া ও উপজেলার রামরাইল পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও আহত হয়েছে ১৫জন।
সোমবার (২২ মার্চ) দুপুরের দিকে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এস.আই মোয়াজ্জেম হোসেন জানান, গতকালের সড়ক দুর্ঘটনায় মশিউর রহমান বাবুল নামের একজন মারা গেছেন।
আহতদের মধ্যে ৬জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শী জানায়, গতকাল রাতে সাড়ে ১১দিকে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়। গুরুত্ব আহত মশিউর রহমান বাবুলকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত বাবুল আখাউড়া উপজেলার নারায়নপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে। সে জেলা শহরের মেড্ডায় একটি ব্যাটারি কারখানায় কাজ করতেন। রোববার বিকেল তার স্ত্রী জোহরাকে একটি বিষয়কে কেন্দ্র করে সদর মডেল থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। সে সংবাদ শুনে ব্রাহ্মণবাড়িয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় বাবুল মারা যায়।
এদিকে গতকাল রবিবার রাত ১০ টার দিকে একটি প্রাইভেটকার শহরের কাউতলী থেকে বিশ্বরোড যাচ্ছিলেন। এ সময় কাউতলী ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কারের সামনের চাকা বিস্ফোরিত হয়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আরও ৬জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী গ্রামের মালেক মিয়ার ছেলে জজমিয়া (৪৮), কাছাইট গ্রামের রতন মিয়ার ছেলে প্রাইভেট কার চালক হৃদয় মিয়া (২৫) নবীনগর বিদ্যাকুট গ্রামের মো. নজরুল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (৩৮) ও সংবাদ কর্মী নয়ন(২৫)। বাকী দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে জজমিয়া ও মো; অলিউল্লাহ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তাছাড়া মধ্যরাতে জেলা শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানান, কাউতলী অভিমুখী একটি সিএনজি সাথে শহরমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহীসহ ৬জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, কাউতলীর ফায়েজ মিয়ার ছেলে সাকিব(২২), মুড়াইলের কমল মোল্লার ছেলে সিয়াম(১৯), পৈরতলার ইব্রাহিম মিয়ার ছেলে সাজিত(৩৫) ও মৌলভীপাড়ার মুজাম্মেল মিয়ার ছেল জুয়েল(৩৫)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। এর মধ্যে গুরুত্ব আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত বাবুলকে ঢাকা নেওয়ার পথে মারা গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। শহরের পৃথক পৃথক স্থানে আরও ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকাও পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও একটি সিএনজিটি জব্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন