ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ পার্কের করুণ অবস্থা >> প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মনির হোশেন টিপুঃঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের দঃ মৌড়াইলে অবস্থিত অবকাশ প্রান্তের নিয়াজ পার্কটি বর্তমানে করুণ অবস্থায় পরিনত হয়েছে। এখানে প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত হয় এই পার্কটি। শিশুদের খেলার সরঞ্জামাদিগুলো একেবারেই বেহাল দশা এগুলো অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দেখলে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো স্থান।
যে খেলনাগুলো অবহেলায় পড়ে আছে সেগুলোতে প্রায়ই সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং বিপদজনক অবস্থায় আছে। যেভাবে ধারালো টিনের পাত উঁকি মেরে আছে এতে করে যেকোনো সময় যেকোনো ধরনের বিপদের আশঙ্কা আছে।
আজ সকালে একজন মহিলা তার বাচ্চার আবদার মেটাতে গিয়ে খেলনায় বসেছিল, অকেজো এই খেলনায় বাধা দেয়ার কোনো গার্ড না থাকায় বাচ্চাসহ মাটিতে পড়ে যান।
ব্রাহ্মনবাড়িয়া শহরের দীর্ঘ পুরানো এই পার্কটির অকেজো খেলনা গুলোকে সচল ও পার্কটিকে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন