নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ক্বওমী ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া ক্বওমী ছাত্র ঐক্য পরিষদ।
সোমবার(২২ মার্চ) আসর নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া ক্বওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি থেকে ২৬ মার্চ রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। ওই দিন নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামীয়া ইউনুছিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার বিন মুসলিমের পরিচালনা প্রধান অতিথি ছিলেন জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা শরিফ উদ্দিন আফতাবী।
আমন্ত্রিত বক্তৃতায় বক্তারা বলেন, ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের বিরুদ্ধে রিট বাতিলের দাবিতে ও নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে কঠিন কর্মসূচি হিসেবে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যতই বাধা দিক, মোদির স্থান বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। মাইকের অনুমতি না দিলেও দেশের ১৮ কোটি মুসলমান ঝাড়ু ও জুতা নিয়ে মোদির জন্য অপেক্ষা করবে।
তাছাড়া এ সময় আরও বক্তব্য রাখেন, মুফতি রুহুল আমিন, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইকরাম, মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি এনামুল হাসান, মাওলানা জাকারিয়া খান, মাওলানা মাকবুল হোসেন, মাওলানা হাফেজ সোলাইমান প্রমূখ।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইসতিয়াক আহমেদ জানান, শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষ হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সময় আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আপনার মন্তব্য লিখুন