তুমি চলে গেছো’ আমরা আসছি’ শুধু সময়ের বাকী ! ভালো থেকো ওপারে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন / মুহূর্তে নাকি পুরো জীবনটা তার চোখের সামনে ভেসে ওঠে। আমাদের প্রিয় মানুষদের মৃত্যুর আগে বলে যাওয়া কথা সবসময় আমাদের মনের উপর চিরস্থায়ী একটা প্রভাব ফেলে। মৃত ব্যক্তিটি না থাকলেও তাদের সেই কথাগুলো এবং সেই মুহূর্তের স্মৃতি আমাদের সাথে রয়ে যায়। যুগের পর যুগ অনেক বিখ্যাত ব্যক্তি পৃথিবীতে তাদের কাজের দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন। তারা আমাদের খুব আপনজন না হলেও তাদের মৃত্যুতে আমরা সকলেই শোক প্রকাশ করি।দেশে ফেরা হল না সৌদি প্রবাসী সরাইলের সৈয়দ আনোয়ারের, পরিবারে চলছে শোকের মাতম আজ সামাজিক যোগাযোগ ফেসবুকে এমন করে অনেকে শোক প্রকাশ করেছেন। আমি যার কথা বলছি,দীর্ঘ সাড়ে ৯বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরার কথা থাকলেও দেশে ফেরার স্বপ্ন পূরন হয়নি সরাইলে’র সৈয়দ আনোয়ার হোসেনের। জানাযায়, অসুস্থতাজনিত কারনে গত বৃহস্পতিবার(১৮ মার্চ) দিবাগত রাতে সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। পরিবারে দেখা দেয় স্বজনহারা আত্মচিৎকার। মরহুম সৈয়দ আনোয়ার হোসেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পাঠানপাড়ার সৈয়দ শাহজাহান মাস্টারের ছেলে। আমি যতটুকু জানি, এ পরিবারটি অত্যন্ত শান্ত ও সুশিক্ষিত। মরহুম সৈয়দ আনোয়ার হোসেনের ছোট ভাই সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলে’র সাথে সম্পর্কের গভীরতা বিস্তার করে।আমি যখন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হয়। সেই সময় সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল এই কমিটির দাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন চলাফেরায় এই পরিবারের সম্পর্কে জানার সুযোগ হয়। সাজানো গোছানো হাঁসি ও আনন্দে একটি সুখী পরিবার। আজ হঠাৎ প্রবাসে সন্তান হারানোর খবরে বেদনায় কাতর পিতা, প্রবাসে বড় ভাই এর মৃত্যু সংবাদে ভাষা হারিয়ে দুচোখ বেয়ে পড়ছে চোখের পানি। ছোট বোন হারিয়েছে বড় ভাইকে। প্রবাসী স্বামীকে হারিয়ে আট বছরের একমাত্র কন্যা সন্তানকে বুকে ধরে স্বামী হারানোর বেদনায় স্ত্রীর কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই বেদনাবিধুর দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে গেছে। এখন পরিবারের শুধু আহাজারি।
সৌদি আরবের রিয়াদে ছিলেন মরহুম আনোয়ার। প্রায় ৯ বছর পূর্বে দেশে এসে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কয়েকমাস পর কর্মস্থল সৌদি আরবে চলে যান। সেই থেকে আর দেশে আসা হয়নি তাঁর। সবাইকে ছেড়ে আজ চলে গেল না ফেরার দেশে। আজ এ শোকের দিনে পরিবারের প্রতি সমবেদনা ও বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। পরিশেষে,তুমি চলে গেছো’ আমরা আসছি শুধু সময়ের বাকী ! তাকে ভালো রেখো হে- প্রভু ওপারে।
আপনার মন্তব্য লিখুন