পুলিশের দ্রুত পদক্ষেপে সাংবাদিক মফিজুর রহমান লিমনের মোবাইল ফোন উদ্ধার।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমনের গত ১৩ ই মার্চ হারিয়ে গেলে ব্রাহ্মনবাড়িয়া সদর থানায় জিডি করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে মোবাইলটি উদ্ধারের জোর তৎপরতা চালানো হয়। অবশেষে আজ মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২২শে মার্চ সন্ধ্যায় উদ্ধার করা মোবাইল ফোনটি মফিজুর রহমান লিমনের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মোঃ রইছ উদ্দিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সহ-সভপাতি ইব্রাহিম খান সাদত, ১নং পুলিশ ফাঁড়ির এস আই হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ সময় মফিজুর রহমান লিমন দ্রুত মোবাইল ফোনটি উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, গত ১৩ মার্চ শহরের সদর হাসপাতাল রোড থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন