১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে পথচারীদের মাস্ক দিলেন এ এসপি আনিছুর রহমান।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার (২১ মার্চ ) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও সরাইল বাজারে জনসাধারণের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মো. আনিছুর রহমান,সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো. কবির হোসেন,এসআই, এএসআই, পুলিশ, গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ।সরাইল সার্কেল এর এ এসপি মো. আনিছুর রহমান জানান, মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে তিন শতাধিক মানুষকে মাস্ক প্রদান করা হয়েছে। পর্যাক্রয়ে সরাইল উপজেলায় মাস্ক বিতরণ করা হবে।বলেন, ঘর থেকে বেরোলেই মাস্ক পরবেন, কখনোই মাস্ক নিয়ে আসতে ভুলবেন না।যতদিন পর্যন্ত সারা বিশ্ব করোনা ঝুঁকি মুক্ত না হয়, ততদিন আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।নিজের, নিজের সন্তানের, পরিবারের জন্য এবং বয়স্ক নাগরিকদের চিন্তা করে সবাইকে মাস্ক পরতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন